চট্টগ্রাম 7:07 pm, Tuesday, 20 January 2026

মীরসরাইয়ে গ্রাম আদালতের সেবা নিয়ে মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণ সম্পন্ন

মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে গ্রাম আদালতের সেবা নিয়ে প্রচারণা করা হয়। স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন  সহযোগি ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন) গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (৩য় পর্যায়) বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কাজ করছে। মাইকিং এ  অল্প সময়ে ,সল্প খরচে, সঠিক বিচারের জন্য গ্রাম আদালতের সেবা নেওয়ার আহ্বান করা হয়। গ্রাম আদালতে অনধিক ৩,০০,০০০( তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা সমুহ নিষ্পত্তি করতে পারে ।

গ্রাম আদালতে বিচায্য ফৌজদারী মামলা সমুহ প্রতারণা,ঝগড়া বিবাদ,কলহ ও মারামারি , মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা ,ভয়ভীতি ও হুমকির বিচার চাইতে পারবে এবং দেওয়ানি মামলা সমূহ পাওনা টাকা আদায় ,অস্থাবর সম্পত্তি পুণরুদ্ধার সংক্রান্ত,কৃষি শ্রমিকের মজুরী ও স্ত্রী কর্তৃক ভরণপোষন আদায় ইত্যাদি ছোট খাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়। আর যাবোনা দূরের পথ ,বাড়ির পাশ্বে গ্রাম আদালত ।

গতকাল মঘাদিয়া ইউনিয়ন পরিষদে সন্ধ্যায় গ্রাম আদালত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও ভিডিও শো প্রচার করা হয় । এতে মঘাদিয়া ইউনিয়নের সর্বস্থরের প্রায় ৫০ জন পুরুষ ও ২ জন মহিলা অংশগ্রহন করেন। ভিডিও শো এর শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজের আয়োজন থাকে এতে প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন কে পুরষ্কৃত করা হয় । ভিডিও শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাবরিনা সুলতানা শিউলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঘাদিয়া ইউনিয়ন পরি্ষদের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ ধর ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সহ গন্যমান্য অনেকে অংশগ্রহন করেন ।

সকলে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করলে বিরোধ বৃদ্ধি রোধ করা যায় এতে উচ্চ আদালতের বাড়তি খরচ করতে হয় না এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

মীরসরাইয়ে গ্রাম আদালতের সেবা নিয়ে মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণ সম্পন্ন

Update Time : 06:58:52 pm, Tuesday, 20 January 2026

মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে গ্রাম আদালতের সেবা নিয়ে প্রচারণা করা হয়। স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন  সহযোগি ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন) গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (৩য় পর্যায়) বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কাজ করছে। মাইকিং এ  অল্প সময়ে ,সল্প খরচে, সঠিক বিচারের জন্য গ্রাম আদালতের সেবা নেওয়ার আহ্বান করা হয়। গ্রাম আদালতে অনধিক ৩,০০,০০০( তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা সমুহ নিষ্পত্তি করতে পারে ।

গ্রাম আদালতে বিচায্য ফৌজদারী মামলা সমুহ প্রতারণা,ঝগড়া বিবাদ,কলহ ও মারামারি , মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা ,ভয়ভীতি ও হুমকির বিচার চাইতে পারবে এবং দেওয়ানি মামলা সমূহ পাওনা টাকা আদায় ,অস্থাবর সম্পত্তি পুণরুদ্ধার সংক্রান্ত,কৃষি শ্রমিকের মজুরী ও স্ত্রী কর্তৃক ভরণপোষন আদায় ইত্যাদি ছোট খাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়। আর যাবোনা দূরের পথ ,বাড়ির পাশ্বে গ্রাম আদালত ।

গতকাল মঘাদিয়া ইউনিয়ন পরিষদে সন্ধ্যায় গ্রাম আদালত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও ভিডিও শো প্রচার করা হয় । এতে মঘাদিয়া ইউনিয়নের সর্বস্থরের প্রায় ৫০ জন পুরুষ ও ২ জন মহিলা অংশগ্রহন করেন। ভিডিও শো এর শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজের আয়োজন থাকে এতে প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন কে পুরষ্কৃত করা হয় । ভিডিও শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাবরিনা সুলতানা শিউলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঘাদিয়া ইউনিয়ন পরি্ষদের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ ধর ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সহ গন্যমান্য অনেকে অংশগ্রহন করেন ।

সকলে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করলে বিরোধ বৃদ্ধি রোধ করা যায় এতে উচ্চ আদালতের বাড়তি খরচ করতে হয় না এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ।