চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন কবির মিরসরাই সদর ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
মিঠাছড়া বাজারের ব্যবসায়ী আলতাফ বলেন, হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজও সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে মেইন রাস্তায় ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির এক লরি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন। সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। গত একমাস আগে তার একটি পুত্র সন্তান হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















