চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠানালায় সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে গিয়ে পুকুরে ডুবে ৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠে পুকুরে ঘাটে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে ডুবে মৃত্যু বরণ করেছে।
সে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম মুরাদপুর এলাকার ইসমাইল হাজ্বী বাড়ির নজরুল ইসলাম প্রকাশ নজরুল মাষ্টারের মেয়ে হুমাইরা জান্নাত (৫)
পারিবারিক সূত্র জানায়, হুমাইরা সকালে ঘুম থেকে উঠে পুকুরের ঘাটে হাত-মুখ ধুতে যায়। এর পর তার আর খবর পাওয়া যাচ্ছিলো না। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক কোণে তার মৃতদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ৫ বছর বয়সী মেয়ের মৃত্যুতে পরিবারের মাঝে কান্নার রোল পড়ে যায়। পুকুরে পড়ে মেয়েটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজমান রয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















