চট্টগ্রাম 8:02 pm, Thursday, 22 January 2026

জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব – ডাঃ এটিএম রেজাউল করিম

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম পোমরা খা মসজিদে নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ধর্মীয় পরিবেশে দিনের সূচনা করে তিনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কল্যাণ ও সুষ্ঠু নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নফল নামাজ শেষে তিনি পোমরা, শান্তিরহাট ইছাখালী ও ইছাখালী আদর্শ গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মাদক নির্মূল, অবৈধ বালু ব্যবসা, সড়কের উন্নয়ন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাঙ্গুনিয়ার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনাগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং নির্বাচনী প্রচারণাকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব – ডাঃ এটিএম রেজাউল করিম

জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব – ডাঃ এটিএম রেজাউল করিম

Update Time : 08:01:27 pm, Thursday, 22 January 2026

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম পোমরা খা মসজিদে নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ধর্মীয় পরিবেশে দিনের সূচনা করে তিনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কল্যাণ ও সুষ্ঠু নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নফল নামাজ শেষে তিনি পোমরা, শান্তিরহাট ইছাখালী ও ইছাখালী আদর্শ গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মাদক নির্মূল, অবৈধ বালু ব্যবসা, সড়কের উন্নয়ন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাঙ্গুনিয়ার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনাগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং নির্বাচনী প্রচারণাকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।