চট্টগ্রামের মীরসরাইয়ে শিশু নূর আব্দুল্লাহ হত্যার ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে বিনা অপরাধে মামলার আসামী করে বৃদ্ধাসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের নি:শর্ত মুক্তির দাবীতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) সকালে দক্ষিণ সোনাপাহাড়স্থ নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করে ক্ষতিগ্রস্থের কন্যা নাজমুন নাহার রুপা বলেন, আমার অসুস্থ বৃদ্ধা মা রহিমা আক্তার, ভাই মাহফুজ আলম এবং মামাতো ভাই বাদশাকে বিনা অপরাধে হত্যা মামলার আসামী করা হয়েছে। ঘটনার সাথে তারা কোন ভাবেই জড়িত নয়। জমি নিয়ে বিরোধের কারণে তাদেরকে আসামী করা হয়।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিলেও মামলার এজাহার ভুক্ত করায় আদালতে চালান করা হয়। আমি এই মামলার সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার এবং আমার পরিবারের নিরপরাধ সদস্যদের আইনি হয়রানি থেকে নি:শর্ত মুক্তি দাবী করছি। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর উদ্যোগে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী দুপুরে জমি সংক্রান্ত দুই পক্ষের বিরোধে শিশু নূর আবদুল্লাহকে হত্যা করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















