চট্টগ্রামের মিরসরাইয়ের ব্যতিক্রমী ও গবেষণামূলক ব্যবসাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের দুদিন ব্যাপী সদস্য সমাবেশ, পুনর্মিলনী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে৷
শুক্র ও শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সদস্য সমাবেশ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আড্ডা, মেজবান, শিশু-কিশোরদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও র্যাফেল ড্র ইত্যাদি।
ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের এর উদ্যোগে মিরসরাই পৌর সদরে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মডেল সিটির নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত সমাবেশে ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ধুম ইউনিয়নের প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি জিয়াদ আমিন খান ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট ছাইফুর রহমান ৷ প্রধান আলোচক হিসেবে সংগঠনের ব্যপ্তি ও কার্যক্রম সম্পর্কিত আলোচনা করেন প্রধান উপদেষ্টা খাইরুল ইসলাম ভূঁইয়া ৷
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি এম এম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়াক সাইফুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, নিরীক্ষণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা প্রতিনিধি মেছবাহ উদ্দিন খন্দকার, মিরসরাই পৌরসভা প্রতিনিধি নজরুল ইসলাম মামুনসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা ৷
আয়োজকেরা জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা প্রাণের উচ্ছ্বাসে পুরো আয়োজন উপভোগ করেন। কয়েক হাজার লোকের অংশগ্রহনে অনুষ্ঠিত পুনর্মিলনী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বেশ সাড়া ফেলেছে ৷ সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই এই ধরনের আয়োজন সফল ভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
সবশেষ আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















