রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
শিক্ষক আনন্দ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও ইসমাঈল হোসেন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা গণভোট, পিঠা স্টলসহ মোট ছয়টি বিষয়ে স্টল স্থাপন করে, যা অতিথিরা ঘুরে দেখেন ও উদ্বোধন করেন। এর আগে মশাল প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও বর্ণিল হয়ে ওঠে। পাশাপাশি স্টাউটের শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনশীল প্রদর্শনী উপস্থাপন করে অতিথি ও দর্শকদের মন কাড়ে।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















