সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ বালু উত্তোলনকালে বালুভর্তি ট্রাক সহ ২ জনকে আটক করেছে বনবিভাগ। বুধবার (২৮ জানুয়ারি) রাত ২ টা নাগাদ চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের রামগড় সীতাকুণ্ড মৌজার কয়লার জিলতলী থেকে রাতের আঁধারে বালু উত্তোলনকালে ২ জনকে আটক ও ঘটনাস্থল থেকে অবৈধ বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে পাহাড় কেটে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে বনআইনের ১৯২৭ সনের (সংশোধিত ২০০০) অপরাধে আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে আব্দুল মান্নান ও একই গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে নজরুল ইসলাম। এসময় পশ্চিম সোনাই গ্রামের মোঃ সিরাজ এর ছেলে মোঃ সবুজ পালিয়ে যায়। তার বিরুদ্ধেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
করেরহাট রেঞ্জের বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা ( ডেপুটি রেঞ্জার) আলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে পাহাড় কেটে বালু উত্তোলন ও পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আসামিসহ বালুভর্তি ট্রাক আটক করি। তাদের বিরুদ্ধে পিওআর মামলা করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে এমন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















