হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার ড. মো. সেলিম রেজা। প্রধান বক্তা অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস।বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, হোসাইন আহমদ,কোহিনূর বেগন,সৈয়দা ফজিয়া নাছরিন শারমিন।
ফিরোজ চৌধুরী, ডাঃ মো. ইউনুস, সরওয়ার জাহান রোজি,। বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান ও মুহাম্মাদ ছায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সৈয়দ মো. হায়দার,শহিদুল ইসলাম,শওকত আরা ইয়াছমিন,বিলকিস আকতার, নাসিমা আকতার, কামরুন্নাহার, বোরহান উদ্দিন,রাশেদ মাহমুদ ।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আমিনুল ইসলাম, বিবি ফাতেমা,তাজবির হোসেন প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















