মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হোসেন। কামরুল হোসেন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মরহুম তোবারক হোসেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান। কামরুল হোসেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সভাপতির চিঠি হাতে পেয়েছেন বলে জানান তিনি। গত ১১ই ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তগণ হলেন সদস্য সচিব অধ্যক্ষ শাহ জাহান, প্রতিষ্ঠাতা সদস্য বাহা উদ্দিন, দাতা সদস্য একরামুল হক, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল, আছাদ উল্যাহ, জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ শিক্ষক সদস্য রবিউল হোসেন ভূঁইয়া, ফখরুল আলম ভূঁইয়া ও নুরুল আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য খালেছা খানম।