চট্টগ্রাম 10:53 am, Thursday, 3 July 2025

সন্দ্বীপে লাউ চাষে সফল বেচন

সবুজ লাউয়ের লতায় ছেয়ে গেছে পুরো ক্ষেত। লতাজুড়ে সবুজ পাতার ফাঁকে ধরেছে লাউ। কোনো কোনো লতায় ফুল আর নতুন কুঁড়ি গজাচ্ছে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ৫ নং ওয়ার্ডে বেচন (৩৫) সবজি ক্ষেতে গেলে এমন চিত্রই চোখে পড়বে। ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার বেলা ২ টায় তার লাউ ও অনন্য সবজি ক্ষেতে গিয়ে মনোরম পরিবেশে সবজি চাষ লক্ষ করা গেছে।

এই লাউ চাষে ভাগ্য বদলে গেছে বেচনের । তিনি জানান এ সবজি আমার দাদা ও আসার বাবা চাষ করে সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিক্রি করতেন এখন আমি ৫ বছর যাবৎ সবজি চাষ করছি। ১২ হাজার টাকা খরচ করে দ্বিগুণ লাভবান হয়েছেন। আরো লাভের আশা রয়েছে। লাউ চাষের পাশপাশি তিনি শসা ও বেগুন বিক্রি করে স্বাচ্ছন্দে আছেন পরিবার পরিজন নিয়ে।

লাউ ছাড়াও এ মৌসুমে ২০ হাজার টাকার বেগুণ, টমাটো, ফুল কপি বাঁধাকপি শসাসহ অন্যান্য শাক-সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া আর ঠিকমত বাজারজাত করতে পারলে ৪ মাসে ৩০ হাজার টাকা লাভ করতে পারবেন। এখন তাকে অনুসরণ করে এলাকায় অনেকেই শাক-সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
বেচন বলেন, বিগত কয়েক বছর আগে বিভিন্ন জাতের শাক-সবজিতে রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। যা মানব দেহের জন্য ক্ষতিকারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বন কেটে গড়ে ওঠা কোহিনূর শিপইয়ার্ডে আবারও উচ্ছেদ অভিযান

সন্দ্বীপে লাউ চাষে সফল বেচন

Update Time : 02:03:59 pm, Monday, 2 January 2023

সবুজ লাউয়ের লতায় ছেয়ে গেছে পুরো ক্ষেত। লতাজুড়ে সবুজ পাতার ফাঁকে ধরেছে লাউ। কোনো কোনো লতায় ফুল আর নতুন কুঁড়ি গজাচ্ছে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ৫ নং ওয়ার্ডে বেচন (৩৫) সবজি ক্ষেতে গেলে এমন চিত্রই চোখে পড়বে। ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার বেলা ২ টায় তার লাউ ও অনন্য সবজি ক্ষেতে গিয়ে মনোরম পরিবেশে সবজি চাষ লক্ষ করা গেছে।

এই লাউ চাষে ভাগ্য বদলে গেছে বেচনের । তিনি জানান এ সবজি আমার দাদা ও আসার বাবা চাষ করে সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিক্রি করতেন এখন আমি ৫ বছর যাবৎ সবজি চাষ করছি। ১২ হাজার টাকা খরচ করে দ্বিগুণ লাভবান হয়েছেন। আরো লাভের আশা রয়েছে। লাউ চাষের পাশপাশি তিনি শসা ও বেগুন বিক্রি করে স্বাচ্ছন্দে আছেন পরিবার পরিজন নিয়ে।

লাউ ছাড়াও এ মৌসুমে ২০ হাজার টাকার বেগুণ, টমাটো, ফুল কপি বাঁধাকপি শসাসহ অন্যান্য শাক-সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া আর ঠিকমত বাজারজাত করতে পারলে ৪ মাসে ৩০ হাজার টাকা লাভ করতে পারবেন। এখন তাকে অনুসরণ করে এলাকায় অনেকেই শাক-সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
বেচন বলেন, বিগত কয়েক বছর আগে বিভিন্ন জাতের শাক-সবজিতে রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। যা মানব দেহের জন্য ক্ষতিকারক।