সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহাজাহান বিএ কুলখানি সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উক্ত কুলখানি।
সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উক্ত কুলখানিতে অংশ গ্রহন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এ সময় তারা মাস্টার শাহাজাহানের কবর ও জিয়ারত করেন। কুলখানির সার্বিক তত্ত্বাবধান ও পরিদর্শন করেন সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা সকাল থেকে তিনি অনেকটা সেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দেখা যায়।সন্দ্বীপ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাতী লীগ কুলখানির ১০ টি প্যান্ডেলের সেচ্ছাসেবক ও সুপারভাইজারের দায়িত্বে নিয়োজিত ছিল।
কুলখানিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের কর্মকর্তারা পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন কলেজের শিক্ষক , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ দশ হাজার মানুষের খানার আয়োজন ছিল। উল্লেখ্য মাস্টার শাহাজাহান বিএ ২৩ জানুয়ারি ৭৭ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।