চট্টগ্রাম 5:11 pm, Tuesday, 1 July 2025

তথ্যমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেল রাঙ্গুনিয়ায় সহস্রাধিক রিক্সা শ্রমিক

এবার রাঙ্গুনিয়ার সহস্রাধিক রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব সহায়তা করা হয়। এরআগে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে নৌকার মাঝি, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, ছিন্নমূল পথচারীসহ দশ সহস্রাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছিল। এবার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে রিক্সা শ্রমিকদের মাঝেও একইভাবে শীতবস্ত্র দেয়া হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার শান্তিরহাট, গোচরা, গোডাউন, ইছাখালী, রোয়াজারহাট, লিচুবাগানসহ বিভিন্ন স্টেশনের রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোয়াজারহাটে রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, এনামুল হক, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, শৈবাল চক্রবর্তী, মো. তৈয়ব প্রমুখ। শীতবস্ত্র পেয়ে তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রিক্সা চালকরা।

শুক্কুর আলী নামে এক রিক্সা চালক তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রিক্সা চালকদের খবর কেউ রাখেন না। বরং নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তবে এবার তথ্যমন্ত্রীর পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে ভাল লাগছে। ঈদের সময় একটা লুঙ্গি এবং করোনার সময় ত্রাণও পেয়েছি উনার পক্ষ থেকে। এজন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, শীতের শুরু থেকেই তথ্যমন্ত্রীর পক্ষ থেকে উনার পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষদের চিহ্নিত করে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার রিক্সা শ্রমিকদেরও শীতবস্ত্র বিতরণ করা হল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে বসতবাড়ি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ৩

তথ্যমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেল রাঙ্গুনিয়ায় সহস্রাধিক রিক্সা শ্রমিক

Update Time : 08:00:33 pm, Saturday, 28 January 2023

এবার রাঙ্গুনিয়ার সহস্রাধিক রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব সহায়তা করা হয়। এরআগে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে নৌকার মাঝি, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, ছিন্নমূল পথচারীসহ দশ সহস্রাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছিল। এবার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে রিক্সা শ্রমিকদের মাঝেও একইভাবে শীতবস্ত্র দেয়া হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার শান্তিরহাট, গোচরা, গোডাউন, ইছাখালী, রোয়াজারহাট, লিচুবাগানসহ বিভিন্ন স্টেশনের রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোয়াজারহাটে রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, এনামুল হক, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, শৈবাল চক্রবর্তী, মো. তৈয়ব প্রমুখ। শীতবস্ত্র পেয়ে তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রিক্সা চালকরা।

শুক্কুর আলী নামে এক রিক্সা চালক তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রিক্সা চালকদের খবর কেউ রাখেন না। বরং নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তবে এবার তথ্যমন্ত্রীর পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে ভাল লাগছে। ঈদের সময় একটা লুঙ্গি এবং করোনার সময় ত্রাণও পেয়েছি উনার পক্ষ থেকে। এজন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, শীতের শুরু থেকেই তথ্যমন্ত্রীর পক্ষ থেকে উনার পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষদের চিহ্নিত করে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার রিক্সা শ্রমিকদেরও শীতবস্ত্র বিতরণ করা হল।