চট্টগ্রাম 11:02 pm, Saturday, 5 July 2025

সরফভাটায় সড়কে তীব্র যানজট, নিরসনের উদ্যোগ ইউপি চেয়ারম্যানের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হাজী সৈয়দ আলী সড়ক। এই সড়কের সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় প্রায়শই তীব্র যানজটে লেগে থাকে। সড়ক দখল করে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা দাঁড়ানো, সড়কের বাকে যাত্রী উঠানামাসহ বিভিন্ন কারণে এই যানজট যেন নিত্য সঙ্গী এই সড়ক পথে চলাচলকারী হাজার হাজার যাত্রীর। তবে এবার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি স্থানীয় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করে যাত্রী উঠানামাসহ গাড়ি দাড়ানোর স্থান নির্ধারন করে দেন। এছাড়া চালকদের একটি সংগঠন তৈরি করে দিয়ে তাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সরফভাটা ক্ষেত্রবাজারের যানজট নিরসনে অটোরিকশা চালকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া শৃঙ্খলা মেনে গাড়ি চালানোসহ চালক ও যাত্রী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি।

যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস, আলমগীর রানা, আব্দুস সবুর, মোহাম্মদ শুক্কুর, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আবদুল মোনাফ, নুরুল আলম, মাওলানা আবুল বয়ান, যুবলীগ নেতা মঈন উদ্দিন মহির, মো. হাসান, মো. আনোয়ার, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রাজ, সিএনজি অটোরিকশা চালক কাজী আব্দুস শহীদ বুলবুল, মো. সালাউদ্দিন, নুরুল কবির, মো. তৈয়ব প্রমুখ। শেষে চালকদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুস শহীদ বুলবুলকে সভাপতি ও মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৩ বছরের জন্য সরফভাটা অটো রিক্মা চালক সমবায় সমিতি কমিটি গঠন করা হয়।

এদিকে চালকদের শৃঙ্খলা ফেরাতে ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। নুরুল আবছার নামে এক শিক্ষক বলেন, “এটি অবশ্যই ভাল উদ্যোগ। তবে মাঠপর্যায়ে এটি যেনো বাস্তবায়ন হয়, সেদিক নজর রাখতে হবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান খোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসপিআর স্পোর্টিং ক্লাব

সরফভাটায় সড়কে তীব্র যানজট, নিরসনের উদ্যোগ ইউপি চেয়ারম্যানের

Update Time : 11:31:30 pm, Monday, 6 February 2023

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হাজী সৈয়দ আলী সড়ক। এই সড়কের সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় প্রায়শই তীব্র যানজটে লেগে থাকে। সড়ক দখল করে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা দাঁড়ানো, সড়কের বাকে যাত্রী উঠানামাসহ বিভিন্ন কারণে এই যানজট যেন নিত্য সঙ্গী এই সড়ক পথে চলাচলকারী হাজার হাজার যাত্রীর। তবে এবার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি স্থানীয় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করে যাত্রী উঠানামাসহ গাড়ি দাড়ানোর স্থান নির্ধারন করে দেন। এছাড়া চালকদের একটি সংগঠন তৈরি করে দিয়ে তাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সরফভাটা ক্ষেত্রবাজারের যানজট নিরসনে অটোরিকশা চালকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া শৃঙ্খলা মেনে গাড়ি চালানোসহ চালক ও যাত্রী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি।

যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস, আলমগীর রানা, আব্দুস সবুর, মোহাম্মদ শুক্কুর, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আবদুল মোনাফ, নুরুল আলম, মাওলানা আবুল বয়ান, যুবলীগ নেতা মঈন উদ্দিন মহির, মো. হাসান, মো. আনোয়ার, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রাজ, সিএনজি অটোরিকশা চালক কাজী আব্দুস শহীদ বুলবুল, মো. সালাউদ্দিন, নুরুল কবির, মো. তৈয়ব প্রমুখ। শেষে চালকদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুস শহীদ বুলবুলকে সভাপতি ও মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৩ বছরের জন্য সরফভাটা অটো রিক্মা চালক সমবায় সমিতি কমিটি গঠন করা হয়।

এদিকে চালকদের শৃঙ্খলা ফেরাতে ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। নুরুল আবছার নামে এক শিক্ষক বলেন, “এটি অবশ্যই ভাল উদ্যোগ। তবে মাঠপর্যায়ে এটি যেনো বাস্তবায়ন হয়, সেদিক নজর রাখতে হবে৷