চট্টগ্রাম 11:18 am, Tuesday, 8 July 2025

রাঙ্গুনিয়ায় গ্রাহকের ছুরিকাঘাতে এনজিও কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এক দূর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ করে এইচ এ প্লাজা তাদের অফিসে ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। ঋনের বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার নাম ঠিক বলতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপের উড়ির চরে ‘ভাষা শহীদ সালাম’ আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর

রাঙ্গুনিয়ায় গ্রাহকের ছুরিকাঘাতে এনজিও কর্মীর মৃত্যু

Update Time : 11:10:28 pm, Sunday, 5 March 2023

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এক দূর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ করে এইচ এ প্লাজা তাদের অফিসে ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। ঋনের বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার নাম ঠিক বলতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।