“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে।
বুধবার(১৫ মার্চ)সকাল সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এন ওর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
সভায় ভোক্তাদের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, ডেপুটি কমান্ডার হোসেন মাস্টার, প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা আলম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়নুল আবেদীন, ক্যাব হাটহাজারীর সভাপতি সংবাদকর্মী জিয়া চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ওজাইর আহমেদ হামিদি,বণিক সমিতির সম্পাদক রেজাউল করিম বাবু, সাংবাদিক শ্যামল নাথ, মো.আজিজুল ইসলাম, বোরহান উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান হয়। বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর উপরও গুরুত্ব আরোপ করা হয়।