পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যেগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান, সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনউদ্দীন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা কোস্ট গার্ডের পূর্ব অঞ্চলের অফিসার আজিমুল হালিম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দীর্ঘপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম, হরিশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম মোল্লা, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি , গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, সন্দ্বীপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী আশফাকুর রহমান, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম উল্ল্যাহ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার প্রমুখ।
সভায় পবিত্র রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়ে জনগণের সেবা করা, রাতের বেলায় প্রত্যাক ইউনিয়নে গ্রাম পুলিশ দিয়ে চেক পোস্ট করা, প্রত্যাক বাজারে সিসি ক্যামরা বসানো, যানজট ভোগান্তি কমানো, কিশোরদের মোটর সাইকেল না দেয়া, কোন দোকানের সামনে মালামাল না রাখা, ইজিবাইক টমটম কে নিয়ন্ত্রণ আনা, সহ নানান বিষয়ে জোর দেয়া হয়।