রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম নুরুল ইসলাম তালুকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়লের প্রধান শিক্ষক আমির হামজা।
শিক্ষক মনজুরুল ইসলাম’র সন্চলানায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক মো. রাশেদুল আলম তালুকদার, শিক্ষানুরাগী মো. ইউনুচ মিয়া তালুকদার, ইসলামপুর ইউপি সদস্য মো. নুরুল আলম নুরু, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য রফিকুল ইসলাম রফু, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, মো. রুবেল, মো. সিরাজ,মো. জসিম, ইসহাক কোম্পানি, মুন্সি মিয়া প্রমুখ।