মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর গ্রহনকারী সহ প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র শাহা, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ও ২০২৩ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২১ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল smc সদস্য জহিরুল হক তালুকদার, স্কুলের দাতা সদস্য রেজাউল করিম, স্কুল ম্যানজিং কমিটির সদস্য মোঃ ইসমাইল, এ কিউ এম আইয়ুব আলী, মোঃ আলমগীর, মুহাম্মদ আবদুল মান্নান, রাশেদ ফয়সাল, কুলছুমা বেগম, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, ও কুলছুমা বেগম, প্রাক্তন ছাত্র দের পক্ষে বক্তব্য রাখেন, ইব্রাহিম জিল্লু ও মাস্টার শাহিন। এবং সংবর্ধিত বিদায়ী শিক্ষক বিকাশ চন্দ্র শাহা ও গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনায় ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবু তাহের।