মীরসরাই উপজেলার ৫নং ওচমাপুর ইউনিয়নের মরগাং এলাকার আজিম মহুরী জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজ শেষে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আজিম মহুরী জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন জাহাঙ্গীর এর তত্ববধানে উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, যুগ্ন সম্পাদক এরাদুল হক ভুট্টু, ধর্ম বিষয়াক সম্পাদক আশ্ররাফ উদ্দিন, সদস্য রাহাত মোরর্শেদ, ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি মহি উদ্দিন নিজামী, ওচমানপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মেজবাউল আলম সাত্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
উক্ত উদ্বোধনের পরবর্তী সময়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকে মসজিদ কমিটি পক্ষ থেকে সম্মমনা স্মারক প্রদান করা হয়।
জুমার নামাজ শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা অতিথি বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার করেন।