সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব পাশে বেড়ীবাঁধ সংলগ্ন আবদুল মান্নানের বাড়িতে ইফতার পূর্ব ১৩ এপ্রিল ২৩ বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিট নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, ৯৯৯ এর সংবাদ মাধ্যমে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স বিকেল ৫ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে, আগুনে মোঃ হামিদ পিতা মৃত আবদুল মান্নান ২৫ ×৪০ ফুট কাঁচা টিনশিট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়। ঘর মালিক মোঃ হামিদের তথ্য মতে রান্নার চুলার ঞর থেকে আগুন লাগে। সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছি তবে ফায়ার সার্ভিসের ষ্টোশন থেকে দুরত্ব ১৫ কি.মি হওয়ায় যেতে একটু বিলম্ব হয়। এবং ঘটনাস্থলে কোন পুকুর না থাকায় / শুকনা পুকুর থাকায় আমরা এক হাজার ফুট দুরত্ব থেকে পানি আনি, ( ডেলিভারি ফুচ এর মাধ্যমে পানি আনি) আমাদের কাজের ব্যাগাত হয় না হয় ক্ষয় ক্ষতি আর ও কম হত। রাস্তা আকা বাকা ও কাঁচা ভাঙা সুরো থানায় আমাদের কাজের আর ও সমস্যা হয়।
সন্দ্বীপে সন্তোষপুরে বসতঘর পুড়ে ছাই
-
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে
- Update Time : 08:20:03 pm, Thursday, 13 April 2023
- 163 Time View
Tag :
জনপ্রিয় সংবাদ