রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ সৌদি আরব হাফার আল বাতেন’ র ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান পহেলা মে সৌদি আরব হাফার আল বাতেনেন একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ হাফার আল বাতেন সৌদি আরব’র সভাপতি মোঃ আলমগীর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রামস্থ জেবিসি ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি’র স্বত্ত্বাধিকারী মোঃ উসমান গণি।
প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী আজগর। মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ হারুন , সিনিয়র সহ সভাপতি আমিনুল হক আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, মো. আইয়ুব, মো. শহিদ, সিনিয়র সহ সাংগাঠনিক সম্পাদক মো. আলম, মো. গিয়াস উদ্দীন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু তাহেরসহ রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ হাফার আল বাতেন সৌদি আরব’র সম্পাদক মন্ডলী এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত চট্টগ্রামস্থ জেবিসি ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির স্বত্ত্বাধিকারী জনাব মো. উসমান গণি কে সংবর্ধনা এবং অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের কে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এতে বক্তারা প্রবাসে রাঙ্গুনিয়া বাসীর ঐক্যতা, পারষ্পরিক সহানুভূতীতা, ভাতৃত্ববোধ দেখে বিমুগ্ধ হন এবং মানবিক, সামাজিক কাজে এধরনের সংগঠনের অসীম গুরুত্ব তুলে ধরেন। পরে রাত্রীভোজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।