সীতাকুণ্ডে বাবার লাশ দাফন করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সাদিয়া আকতার মুমু। অশ্রুসজল চোখে পরীক্ষা দেওয়ার সময় মুমু বারবার চোখ মুছছিল।
বুধবার (৩ মে) উপজেলার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের (সাব সেন্টার) পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মুমু চলতি বছর ভাটিয়ারীর সাজেদা আলম বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাবার নাম মোহাম্মদ লোকমান।
মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন মেয়ে সাদিয়া আক্তার মুমুকে মোটর সাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি বাস মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহতবস্থায় হাসপাতালে মারা যান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















