চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রাক্তন উর্দ্ধতন কর্মকর্তা ইংল্যান্ড নাগরিক মিস সুসান হেডলামের স্মরণসভা গত শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা জুমপাড়ায় বিজয় কুমার চাকমা কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের অপারেশন থিয়েটার বিভাগের প্রাক্তন ইনচার্জ অনুপ কুমার বিশ্বাস।
এসময় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রাক্তন কর্মকর্তা (নার্স) থুইক্রাচিং মারমা, নিশি কুমার চাকমা, কাইলা বলি চাকমা, বালেষ্টর ত্রিপুরা, চয়ন দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন রুনাজন ত্রিপুরা, সুশীল চাকমা, সুজন চাকমা।
প্রসঙ্গতঃ ইংল্যান্ড নাগরিক সিস্টার সুসান হেডলাম চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে দীর্ঘ প্রায় ২৫ বছর কর্মজীবন অতিবাহিত করেছেন। অত্র এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন।
ছবির ক্যাপশন: চন্দ্রঘোনায় সুসান হেডলামের স্মরণ সভায় বক্তব্য রাখছেন অনুপ কুমার বিশ্বাস।