মীরসরাই উপজেলা মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩-এ স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞাকে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, এই আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফখরের জাহান, শিক্ষক দয়াল হরি চক্রবর্তী, কায়সার হামিদ, মাঈন উদ্দিন, ফখরুদ্দিন সহ প্রমুখ।
নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষক ও শিক্ষার্থীরা।