চট্টগ্রাম জেলা প্রশাসক প্রতিশ্রুতি ত্রিশ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় সন্দ্বীপ উপজেলায় দেড় লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন বিকেল ৪ টায় উপজেলা কোষ্টগাটের মাঠের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 


















