সোমবার (১৯ জুন) নবাবগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব ইব্রাহীম খলিল(দৈনিক সমকাল),সাহেদুল ইসলাম (ডাবলু) দৈনিক ভোরের কাগজ, সাধারণ সম্পাদক : জহিরুল ইসলাম(যমুনা টিভি), জনাব আজহারুল হক (দৈনিক যুগান্তর ) খালিদ হোসেন সুমন (দৈনিক মানবজমিন) ,শাহীনুর রহমান তুতী (দৈনিক ইত্তেফাক), ফারুক আহম্মেদ (চ্যানেল 71টিভি), শামীম আরমান (চ্যানেল 24): বিপ্লব ঘোষ(সাপ্তাহিক জাগ্রত জনতা), জনাব : কাজী সোহেল(দেশেরপত্র), আব্দুর রব (বাবু) বাংলা টিভি, জনাব , জনাব শামীম (ঢাকা নিউজ), জনাব উল্লাস (আজকের পত্রিকা), আমিনুর রহমান (দৈনিকমুক্ত খবর), মোঃ শামীম (মাতৃজগৎ) নিজ নিজ বক্তব্য রাখেন উক্ত সাংবাদিক বৃন্দ।
নিউজের জেরে সাংবাদিক খুন!! তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানি নাদিম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
সাংবাদিক গোলাম রব্বানি অনলাইন পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহত গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম তাঁর (গোলাম রব্বানি) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাঁকে হত্যা করেছেন।