চট্টগ্রাম 1:07 am, Wednesday, 2 July 2025

মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের তৎপরতায় গাঁজাসহ ২ মাদককারবারী আটক

মিরসরাইয়ে মাদক পাচারের সময় গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদককারবারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (২৫ জুন) রাত ৮ টার সময় সোনাপাহাড় এলাকায় এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার থানা এলাকায় দায়িত্ব পালন করার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম মুখি একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ, ১২-২৫৮২) এর গতিবিধি সন্দেহ হলে দায়িত্বরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ীটাকে থামার সংকেত দেন। এসময় তারা পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে তাদেরকে আটক করেন। পরে গাড়ীর পেছনের ডিকি তল্লাশীকালে একটি চটের বস্তায় থাকা ৮টি প্লাস্টিকের থলেতে মোট ১৫ কেজি ২ শত গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত নীল রংয়ের প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এদিকে মাদক পাচারকারী গাড়ীর চালকের আসনে থাকা মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের মো. সেলিমের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার জহর লাল দাশের ছেলে পলাশ চন্দ্র দাশকে (২৮) আটক করা হয়।

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে পাচারের সময় গাঁজাসহ আমরা ২ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামী এবং উদ্ধারকৃত মালামাল জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহাসড়কের শৃংখলা রক্ষায় এবং মাদকসহ চোরা চালান রোধে হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের তৎপরতায় গাঁজাসহ ২ মাদককারবারী আটক

Update Time : 08:57:40 pm, Monday, 26 June 2023

মিরসরাইয়ে মাদক পাচারের সময় গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদককারবারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (২৫ জুন) রাত ৮ টার সময় সোনাপাহাড় এলাকায় এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার থানা এলাকায় দায়িত্ব পালন করার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম মুখি একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ, ১২-২৫৮২) এর গতিবিধি সন্দেহ হলে দায়িত্বরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ীটাকে থামার সংকেত দেন। এসময় তারা পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে তাদেরকে আটক করেন। পরে গাড়ীর পেছনের ডিকি তল্লাশীকালে একটি চটের বস্তায় থাকা ৮টি প্লাস্টিকের থলেতে মোট ১৫ কেজি ২ শত গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত নীল রংয়ের প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এদিকে মাদক পাচারকারী গাড়ীর চালকের আসনে থাকা মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের মো. সেলিমের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার জহর লাল দাশের ছেলে পলাশ চন্দ্র দাশকে (২৮) আটক করা হয়।

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে পাচারের সময় গাঁজাসহ আমরা ২ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামী এবং উদ্ধারকৃত মালামাল জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহাসড়কের শৃংখলা রক্ষায় এবং মাদকসহ চোরা চালান রোধে হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে