আগামী ১৭ জুলাই কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ১ নং ওয়ার্ডে নির্বাচনী কর্মিসভা ৪ জুলা সন্ধ্যায় উত্তর কালাপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন। ও বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান।
নৌকা মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আলিমুর রাজী টিটু বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, রহমতপুর ইউপির চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমজাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ – দপ্তর সম্পাদক প্রনব মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলু, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন ওয়ার্ডে সদস্য প্রার্থীগন, উপস্থিত ছিলেন বিপুল সংখ্যাক জনসাধারণ।
বক্তরা ১৭ জুলাই আলিমুর রাজী টিটু কে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান।