নবাবগঞ্জ উপজেলা আমিন (সার্ভেয়ার ) কল্যণ সমিতি গঠন করা হয়েছে। গতকাল বেলা ৪টায় উপজেলার কাশিমপুর ব্রাইট কনভেনশন সেন্টারে আমিন (সার্ভেয়ার ) কল্যাণ সমিতি গঠন করা হয়। জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে সভাপতি, শাহ আলমকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম মুকুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এবং ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
পরিষদের কার্যকরী পরিষদের সহ-সভাপতি আক্তার হোসেন, আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক আখতারুজ্জামান খান, সহ-অর্থ সম্পাদক মো. এমারত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সুনীল সিং পার্থ। দপ্তর সম্পাদক আশীষ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আওলাদ হোসেন লিটন, সাংস্কৃতিক সম্পাদক ও প্রযুক্তি সম্প্রচার সম্পাদক সোহেল খান, ধর্মীয় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য আসলাম উদ্দিন খান, এস এম সাব্বির উদ্দিন, বিপ্লব বিশ্বাস প্রমুখ।