সীতাকুণ্ড স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান এর শ্রদ্ধেয় আব্বাজান আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার ২৬-শে জুলাই ২০২৩ ইং।
এদিনটিকে যথাযোগ্য মর্যাদায় ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এস.এল গ্রুপ নানান আয়োজন করে।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রুপের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জিয়ারত ও মিসকিন ভোজন করা হয়।
উল্লেখ্য, মরহুম সিরাজুল ইসলাম সততা ও পরিশ্রমে তিল তিল ভাবে গড়া এসএলগ্রুপ তাঁরই ছেলে লোকমান হোসেনের নেতৃত্বে গত বিশাল আকার ধারন করেছে, দেশ ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
বিশেষ করে এস এল অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড কারখানারয় উৎপাতিত সিএনসি কাটিং ডিজাইন পন্য দেশের কল কারখানা, বাসাবাড়ী,ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় শোভা পাচ্ছে।এই পন্যটি দেশে খুব জনপ্রিয়তা পেয়েছেন।