সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ৪ নং ওয়ার্ড বাসিন্দা অনিল ডাক্তারের বাড়ির ধীরেন্দ মজুমদারের ছেলে সূর্য্য মজুমদার (১৭) গত ২৮ জুলাই ফলাফলে এসএসসি পরিক্ষায় কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন হইতে মানবিক বিভাগ থেকে ৩.৯৮ পেয়ে উত্তীর্ন হয়। এস এস সি পাশ করার পর ধেকে তার মায়ের কাছে মোবাইলের জন্য আবদার করে আসছিল সে, কিন্তু বাবা মায়ের সে আর্থিক অবস্থা না থাকায় তাকে মোবাইল দেয়া সম্ভব হয় নি,
জানা গেছে তার মা অন্যর ঘরে জিয়ের কাজ করে বাকি সময় রাস্তার মাটির কাজ ও করে, বাবা বৃদ্ধা তার পক্ষে কিছু করা সম্ভব নয়, তার বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে, ঘরে রয়েছে এক বোন সে ও লেখা পড়া করে,
জনা যায় ৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় তার নিজ গৃহে গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে ।
তার মা আরতি মজুমদার বলেন অনেক আশা বুকে বেঁধে ছিলাম ছেলেটি কলেজে ভর্তি হবে বলে। কিন্তু ছেলেটি আজ আমাকে কোনো কিছু না বলে আত্মহত্যা করে বসলো।কিন্তু ছেলেটি এসএসসি পরিক্ষা দিয়ে আমার থেকে একটি মোবাইলের জন্য আবদার করেছিলো, কিন্তু আমার অভাবের কারণেই তার আবদার পুরন করতে পারিনি বলে আমি হত ভাগীনি আজ কি বলে মনকে বোঝাবো।