হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাফিয়া আক্তার (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক চাচাতো ভাই মো.ফারুকও (২৩) গুরুতর আহত হয়।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়াহাটস্থ হাজীপাড়া এলাকার হোসেন মুহুরি বাড়ির মহিউদ্দিনের কন্যা রাফিয়া ও আহত ফারুক একই বাড়ির সম্পর্কিত চাচতো ভাই বোন। বাড়ি থেকে রাতে মোটরসাইকেল যোগে চৌধুরিহাট বাজারে আসার সময় উক্ত স্থানে পৌঁছলে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাফিয়া নিহত হয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত মোটরসাইকেল চালক চাচাতো ভাই ফারুককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে রাউজান হাইওয়ে থানায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
চিকিৎসকরা আহত মোটরসাইকেল চালক ফারুকের অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন।
সংশ্লিষ্ট ইউপির ৭ নং ওয়ার্ড মেম্বার আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১১ টা ৫৮ মিনিটের দিকে এ প্রতিবেদকে জানান, ‘আমি এই মূহুর্তে রাউজান হাইওয়ে থানায় যাচ্ছি। নিহতের পরিবার কোনো মামলায় যাবেননা, তাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ দাফন করা হবে।
রাউজান হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।