চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে উপজেলা জাতীয় শ্রমিকলীগ ।
মঙ্গলবার ( ৩১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুনুর নেতৃত্বে এ মিছিল হয়। পরে মিছিলটি বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুনু বলেন, অবরোধের নামে বিএনপি- জামায়াত কোন প্রকার নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় মাঠে ছিলাম আছি এবং থাকবো।
মিছিলে সৌদি আরব জেদ্দার বঙ্গবন্ধু পরিষদ আল-জাহারা শাখার সভাপতি হোসেন মোহাম্মদ রুবেল, উপজেলা যুবলীগের নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বোরহান সোবহান, আওয়ামী লীগ নেতা ওসমানসহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন