হাটহাজারীতে শ্রীবাস চৌধুরী( ১৩) নামে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর কাকা নয়ন চৌধুরী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভা সদরের নলেজ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্র শ্রীবাস চৌধুরী
মঙ্গলবার প্রতিদিনের মতো স্কুলে গেলেও নিধারিত জুতা পরিধান করে না যাওয়ায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.ওসমান তাকে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে। পরে সে বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে ওই ছাত্রের কাকা নয়ন চৌধুরী লিখিত ভাবে বিষয়টি ইউএনও কে অবহিত করেন । লিখত অভিযোগ পেয়ে তিনি (ইউ এন ও) বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।
নলেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.ওসমান এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে অভিযোগ অস্বীকার করে জানান, কেউ আমার প্রতিষ্ঠানের সুনাম নস্ট করতে তাদের ব্যবহার করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাইনউদ্দীন মজুমদার জানান, বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়েছি। তাই বিষয়টি লিখিত ভাবে উদ্ধর্তন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের জন্য অবহিত করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান মঙ্গলবার রাত ১০ টার দিকে এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 



















