মিরসরাই পৌর বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, রোববার রাত ৯টার পর ১০/১২ জনের ছাত্রলীগের একটা দল জাহিদের বাড়িতে গিয়ে ব্যাপক হামলা ও ভাঙচুর করে। এসময় তাদের ভয়ে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী অভিন্ন সুরে বলেন, সরকার দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো মিরসরাইয়েও হামলা মামলা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন করতে চায়, যা জনগন দিবেনা।
এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। কেউ ভাঙচুর করে হয়ত ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে। মিরসরাই বিএনপিতে একাধিক গ্রুপ বিদ্দমান।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনা থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।