হাটহাজারীতে মমতা- প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতি করেন প্রবীন ইউনিয়ন কমিটির সভাপতি মাস্টার আনোয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মমতা’রপরিচালক তৌহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
প্রোগ্রাম অফিসার মো.বাবর শাহ ও মো.জেইসানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদা ইয়াসমিন, রনজিৎ কুমার বড়ুয়া, এসএম ইউসুফ, ডাঃ সুব্রত রায় চৌধুরী, ডাঃ সুখেন্দু বিকাশ ধর, ডাঃ মুহাম্মদ শাহ আলম, মোঃ হাসেম, সৈয়দ ফরহাদুল হক, কাজী মোহাম্মদ নাসির উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক পার্থসারথী বড়ুয়া। অনুষ্ঠানের সবশেষে এলাকার প্রবীনদের মধ্যে হুইল চেয়ার, শীতবস্ত্র, পরিতোষক ভাতা বিতরণ করা হয়।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 



















