চট্টগ্রাম 9:56 pm, Wednesday, 16 July 2025

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় অটোরিকশা ভেঙে চুরমার

রাঙ্গুনিয়ায় বেপরোয়া গতির অবৈধ কাঠবাহী চাঁদের গাড়ির ধাক্কায় একটি অটোরিক্সা ভেঙে চুরমার হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার রাাত ৮টায় উপজেলার লালানগর বেরীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা চাঁদের গাড়িটি (ঢাকা-গ ৪৮৩) জব্দ করে রেখেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মরিমনগর থেকে উত্তর রাঙ্গুনিয়া অভিমুখে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়িটি বেরীবাঁধ কালভার্ট ক্রস করার সময় উল্টে যায়। এসময় গাড়িটি উল্টে সড়ক থেকে পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। পরে কয়েকজন নেতার যোগসাজশে অবৈধ কাঠগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু স্থানীয়দের চাপে গাড়িটি রেখে তাদের চলে যেতে হয়।

এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ভেঙে যাওয়ায় দিশেহারা অটোরিকশা চালক মো. শাহ আলম। তিনি জানান, আমি সড়ক থেকে পাঁচ ফুট দূরে ছিলাম। গাড়িটি রেখে পাশের দোকানে চা খাচ্ছিলাম। ভাগ্যক্রমে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমি এই গাড়িটি ঋণ নিয়ে কিনেছি। উপার্জন করার মতো আমার আর কিছু রইলো না। কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো তাও জানা নেই।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে হামলা ও মৎস্য খামার দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় অটোরিকশা ভেঙে চুরমার

Update Time : 08:40:47 pm, Friday, 29 December 2023

রাঙ্গুনিয়ায় বেপরোয়া গতির অবৈধ কাঠবাহী চাঁদের গাড়ির ধাক্কায় একটি অটোরিক্সা ভেঙে চুরমার হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার রাাত ৮টায় উপজেলার লালানগর বেরীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা চাঁদের গাড়িটি (ঢাকা-গ ৪৮৩) জব্দ করে রেখেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মরিমনগর থেকে উত্তর রাঙ্গুনিয়া অভিমুখে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়িটি বেরীবাঁধ কালভার্ট ক্রস করার সময় উল্টে যায়। এসময় গাড়িটি উল্টে সড়ক থেকে পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। পরে কয়েকজন নেতার যোগসাজশে অবৈধ কাঠগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু স্থানীয়দের চাপে গাড়িটি রেখে তাদের চলে যেতে হয়।

এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ভেঙে যাওয়ায় দিশেহারা অটোরিকশা চালক মো. শাহ আলম। তিনি জানান, আমি সড়ক থেকে পাঁচ ফুট দূরে ছিলাম। গাড়িটি রেখে পাশের দোকানে চা খাচ্ছিলাম। ভাগ্যক্রমে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমি এই গাড়িটি ঋণ নিয়ে কিনেছি। উপার্জন করার মতো আমার আর কিছু রইলো না। কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো তাও জানা নেই।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।