হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজিফা পোল্ট্রি ফার্ম নামের একটি মুরগী ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে চার হাজার একশত পঞ্চাশটি মুরগীও।
রবিবার (২১) দিবাগত রাতে উপজেলার নন্দীরহাটের পশ্চিমে পশ্চিম পাহাড়তলীর ১ নং ওয়াডস্থ মাহমুদাবাদের উত্তর পাড়া রোড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পোলট্রি খামারী নুরুল কবির ও ইনচার্জ মেহেদী হাসান সহ স্থানীয় সূত্র এ প্রতিবেদক কে জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ওই ফার্মে আগুন লাগলে আমরা আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তবে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ওই খামারে ৪১৫০ টি (২৫ দিন বয়সী) মুরগীসহ ২৫ বস্তা পোল্ট্রি ফিড অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত সাড়ে ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার সাদেক হোসেন এ প্রতিবেদক কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।