হাটহাজারীতে ধারালো অস্ত্রের আঘাতে মান্নান (৩৬) নামের এক সবজি ব্যবসায়ীর হাত প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা!
শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিকটিমের পরিবার এ প্রতিবেদককে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকালের দিকে পৌরসভার সুজানগরস্থ বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বৃহস্পতিবার বিকাল চারটার দিকে সবজি ব্যবসায়ী মান্নান উল্লেখিত স্থানে আসলে ১০/১৫ জন সংঘবদ্ধ দুর্বৃত্ত তাকে ঘিরে কিরিচ ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় মান্নানের আত্ন চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আক্রমনকারী দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা বেগতিক দেখে চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনরা রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আবদুল গোফরান শুক্রবার সন্ধ্যার দিয়ে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ কিংবা মামলা করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।