চট্টগ্রাম 9:02 pm, Sunday, 20 July 2025

হযরত সাদেক আলী শাহ (রঃ) এর ওরশ শরীফ সম্পর্কে সতর্কতামূলক নোটিশ

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত হযরত সাদেক আলী শাহ (র) এর আওলাদের পক্ষ থেকে এই মর্মে সতর্কতামূলক নোটিশ জারী করা হয়েছে যে,প্রতি বছর ১ লা ফাল্গুন মহাসমারোহে ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ওরশ পরিচালিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় একটি স্বার্থান্বেষী মহল বেআইনিভাবে ওরশ পরিচালনা কমিটি গঠন করে নিজেদের নামে রশিদ বই ছাপিয়ে দেশ-বিদেশ থেকে বিপুল পরিমাণ চাঁদা সংগ্রহ করছে এবং ওরশের দিন ” আমদানী খানা ” নাম দিয়ে ব্যানার টাংগিয়ে ডালা বসিয়ে ওরশে আগত প্রকৃত ভক্ত বৃন্দকে বেকায়দায় ফেলছে,যা বিভ্রান্তিকর,বেআইনী ও আইনতঃ দন্ডনীয় অপরাধ। তাছাড়া এটা অত্যন্ত লজ্জাজনকও বটে।

প্রচারার্থে সংবাদ পত্রে প্রেরিত নোটিশে বলা হয়েছে, যেকোনো একজন অলির ওরশ যেকোনব্যক্তি,সমাজ,পাড়া-মহল্লা সবাই করতেই পারে। কারণ আল্লাহর ওলিগন সার্বজনিন। কিন্তু আওলাদ কর্তৃক গঠিত এন্তেজামিয়া কমিটি ব্যতিত ওরশের নামে রশিদ বই ছাপিয়ে ভক্তদের ভুল বুঝিয়ে চাঁদা সংগ্রহ করার অধিকার অন্য কোন ব্যক্তি বা পক্ষের নেই।

তাই এসব বিভ্রান্তিকর ও বেআইনী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নোটিশে আরও বলা হয় দেশবিদেশে অবস্থানরত হযরত সাদেক আলী শাহ এর প্রকৃত ভক্তবৃন্দ কোন প্রকার হীনচক্রান্তে বিভ্র্রান্ত না হয়ে নিজ নিজ বিবেক বিবেচনা দিয়ে পরিচালিত হবেন বলে আশা করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমানকে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করবেন না, এর পরিনাম ভাল হবেনা’ – মীর হেলাল

হযরত সাদেক আলী শাহ (রঃ) এর ওরশ শরীফ সম্পর্কে সতর্কতামূলক নোটিশ

Update Time : 11:31:34 pm, Tuesday, 30 January 2024

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত হযরত সাদেক আলী শাহ (র) এর আওলাদের পক্ষ থেকে এই মর্মে সতর্কতামূলক নোটিশ জারী করা হয়েছে যে,প্রতি বছর ১ লা ফাল্গুন মহাসমারোহে ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ওরশ পরিচালিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় একটি স্বার্থান্বেষী মহল বেআইনিভাবে ওরশ পরিচালনা কমিটি গঠন করে নিজেদের নামে রশিদ বই ছাপিয়ে দেশ-বিদেশ থেকে বিপুল পরিমাণ চাঁদা সংগ্রহ করছে এবং ওরশের দিন ” আমদানী খানা ” নাম দিয়ে ব্যানার টাংগিয়ে ডালা বসিয়ে ওরশে আগত প্রকৃত ভক্ত বৃন্দকে বেকায়দায় ফেলছে,যা বিভ্রান্তিকর,বেআইনী ও আইনতঃ দন্ডনীয় অপরাধ। তাছাড়া এটা অত্যন্ত লজ্জাজনকও বটে।

প্রচারার্থে সংবাদ পত্রে প্রেরিত নোটিশে বলা হয়েছে, যেকোনো একজন অলির ওরশ যেকোনব্যক্তি,সমাজ,পাড়া-মহল্লা সবাই করতেই পারে। কারণ আল্লাহর ওলিগন সার্বজনিন। কিন্তু আওলাদ কর্তৃক গঠিত এন্তেজামিয়া কমিটি ব্যতিত ওরশের নামে রশিদ বই ছাপিয়ে ভক্তদের ভুল বুঝিয়ে চাঁদা সংগ্রহ করার অধিকার অন্য কোন ব্যক্তি বা পক্ষের নেই।

তাই এসব বিভ্রান্তিকর ও বেআইনী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নোটিশে আরও বলা হয় দেশবিদেশে অবস্থানরত হযরত সাদেক আলী শাহ এর প্রকৃত ভক্তবৃন্দ কোন প্রকার হীনচক্রান্তে বিভ্র্রান্ত না হয়ে নিজ নিজ বিবেক বিবেচনা দিয়ে পরিচালিত হবেন বলে আশা করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি