প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে ও রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরীর সহযোগিতায় “উষ্ণতার ছোয়া” নামে শীতার্থ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় প্রধান অতিথি থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম।
অর্থ সম্পাদক রবিউল মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব,সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, দপ্তর সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ,সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদ হোসেন সেজান, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক রবিউল হোসেন, কার্যনির্বাহী সদস্য তন্ময় দেবনাথ, বন্ধুসভার বন্ধু ইমাম উদ্দিন বাদশা, আরাফাত সিকদার, মোরশেদুর রহমান, মো. সেজান প্রমুখ।