চট্টগ্রামের সীতাকুন্ডে বিএন্ডএফ কর্পোরেট এর সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে ‘স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ইপসা অডিটোরিয়ামে তরুণ কৃষি উদ্যোক্তাদের উপস্থিতিতে উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিএন্ডএফ কর্পোরেট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর সভাপতিত্বে এবং কোম্পানির নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, বিএন্ডএফ কর্পোরেট এর অপারেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, স্পীকার গেস্ট ছিলেন তরুণ সফল কৃষি উদ্যোক্তা ‘কৃষক ভাই’ এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হক রিয়াদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত উপজেলার ১০ জন সফল কৃষি উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এবং বিএন্ডএফ কর্পোরেট এর সহযোগী চ্যারিটি প্রতিষ্ঠান বিএন্ডএফ কেয়ারের উদ্যেগে ৫ জনকে আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কৃষি বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি বলেন, বর্তমান সময় শাক, সবজি, মাছ, ফল সব কিছুতেই বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। এসব খেয়ে নানারকম জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। খাদ্যে বিষের কারণে মানুষ এখন খেতেই ভয় পাচ্ছেন। তাই বিষ মুক্ত খাদ্য উৎপাদন সময়ের দাবী হয়ে উঠেছে। বাঁচতে হলে কেমিক্যাল (বিষ) মুক্ত খাবার উৎপাদন বাড়াতে হবে। এই উপলব্দি থেকে বিএন্ডএফ কর্পোরেট লিমিটেড নামক প্রতিষ্ঠানটি ‘স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং’’ বিষয়ক কর্মশালার মাধ্যমে সবশ্রেণির মানুষকে বিষ মুক্ত সবজি উৎপাদনে উদ্ভুদ্ধ করতে যে প্রশিক্ষণের আয়োজন করেছে তার জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাবার যোগ্য। তাদের উদ্যোগকে সফল করতে সকল নবীন -প্রবীন ও তরুণ কৃষকদের একমত হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বহদ্দা চৌধুরী বলেন, কৃষিতে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি এ প্রশিক্ষনের মূল লক্ষ্য। তারা সীতাকুণ্ডবাসীকে বিষমুক্ত নিরাপদ সবজি ও ফল উৎপাদন করে খাওয়াবে এটাই আমার চাওয়া। এ জন্য ভবিষ্যতেও আমরা সামর্থ অনুযায়ী পাশে থাকবো।
এ আয়োজনে পাঁচটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২০ জন করে প্রশিক্ষনের সুযোগ পাবেন। এ সময় প্রশিক্ষক থাকবেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সালাউদ্দিন,সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়া, সাংবাদিক আবুল খায়ের, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, সাংবাদিক মামুন, সাংবাদিক ফারহান সিদ্দিক প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















