চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে মূল্যায়ন সভা ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে এ উপলক্ষ্যে রোভার স্কাউটস এর ডেনে কলেজ রোভার স্কাউটস গ্রুপ সহ-সভাপতি উপাধ্যক্ষ গুল মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।
রোভার স্কাউটস গ্রুপের ক্রু-কাউিন্সল এর সম্পাদক মাসুদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক আরএসএল সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আবদুল্লাহ আল আহসান চৌধুরী, আরএসএল প্রভাষক রাশেদা আকতার, আরএসএল প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা, আরএসএল প্রভাষক মো. নিজাম উদ্দিন এবং কলেজ শিক্ষক পরিষদ সদস্য প্রভাষক পিইউও মো. আবু তালেব। এছাড়া সভায় বক্তব্য রাখেন কলেজের রোভার গ্রুপের নবাগত রোভার সদস্য সুমা রানী দেবী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রফেসর জাহিদ মাহমুদ কলেজের রোভার গ্রুপের নবাগত রোভার সদস্যদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।