হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনার পাঁচ কক্ষ বিশিষ্ট একটি মাদ্রাসা পুড়ে গেছে। এতে অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (১৪ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কারিগর পাড়ার হযরত মা.মাহতি মিয়া শাহ (রঃ) সুন্নিয়া এবতেদায়ী নুরানী মাদ্রাসায় রাত তিনটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে টিনের তৈরী মাদ্রাসার পাঁচটি কক্ষের প্রায় ১৪ টি সিলিং ফ্যান, প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনে এতোকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়ে গেছে পবিত্র কুরআন।
খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। কি থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া না গেলেও ধারনা ধারনা করা হচ্ছে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে বৃহস্পতিবার দুপুরের দিকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এ প্রতিবেদক কে জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা কে আর্থিক সহযোগিতা করা হবে।