হাটহাজারীতে মহাসমারোহে নানা আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্প স্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নর্মিত করে উত্তোলন, প্রভাতফেরি বিশেষ মুনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী পৌরসভার নব নিযুক্ত প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক ও মুক্তার বেগম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মো.মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, মুক্তিযুদ্ধের সংগঠক গোবিন্দ প্রসাদ মহাজন, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার প্রমূখ।
এদিকে হাটহাজারী প্রেস ক্লাব মহান শহিদ দিবস উপলক্ষে সংগঠনের উপজেলা পরিষদ মার্কেটস্হ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরহাট প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী আমিনউল্ল্যা বাহার চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন প্রেস ক্লাব কর্মকর্তা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম শিমুল, আবু তালেব, মোঃ আলাউদ্দীন ও এ কে এম নাজিম উদ্দীন প্রমূখ। পরে প্রেস ক্লাব এর পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা স্কাউট, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, হাটহাজারী পৌরসভা, মডেল থানা, দুগ্ধ খামার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয়।