চট্টগ্রামের মীরসরাইয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা হলেন ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি অহিদুর রহমান (প্রকাশ সুমন) ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আশিক।
শনিবার (২ মার্চ) দিবাগত রাতে সুমনকে করেরহাট ইউনিয়নের সরকার তালুক এলাকার তার বাড়ি থেকে এবং মোঃ আশিককে হিংঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিংঙ্গুলী গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন , সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।