চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম বারের মতো বডি বিল্ডিং প্রতিযোগিতা “সীতাকুন্ড বডি বিল্ডিং এণ্ড ক্লাসিক চ্যাম্পিয়ন শিপ ২০২৪” আয়োজন করেছে মাহফুজ জিম।
মঙ্গলবার (৫ মার্চ ২০২৪) সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত সীতাকুণ্ড নামার বাজারস্থ মাহফুজ জিমে চলে এ প্রতিযোগীতা।
অ্যাডভোকেট শিমুল মল্লিক এর সভাপতিত্বে এবং ফজলে রাব্বি ও তুষার চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ নং ওয়ার্ড (জামালখান) চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, অর্থ দিয়ে কেনা যায় না দুটো জিনিস মেধা ও সুস্বাস্থ্য। মেধাবী কাউকে আপনার প্রতিষ্ঠানে চাকুরী করাতে পারবেন কিন্তু তার মেধা আপনার মাথায় প্রবেশ করানো সম্ভব না। তেমনি সুস্বাস্থ্য গঠনে জিমের কোন বিকল্প নেই। নিজেকে সুস্থ রাখতে ও মাদক হতে দূরে থাকতে যুব সমাজ কে জিমে কিছু সময় ব্যায় করারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ ফজলে এলাহী পায়েল।
এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌর সদর ব্যাবসায়ী দোকান মালিক সমিতির সকল সদস্য, তুষার চৌধুরী, জনি বড়ুয়া, রুবেল দাশ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিচারক মানস দেব,নাসিমুল হক লিটন এবং শাহেদ খানের বিচারে বডিবিল্ডিং ক্যাটাগড়িতে জয়ী হয়েছেন, ১ম স্থান জুয়েল দাশ, ২য় স্থান শাহাদাত হোসেন জিসান,৩য় স্থান অভিনাথ
এবং ক্লাসিক ক্যাটাগড়িতে জয়ী হয়েছেন ১ম স্থান তন্ময় পাল, ২য় স্থান মোঃ মেহেদী হাসান ও তয় স্থান হয়েছেন ফাহিম।
অনুষ্ঠান শেষে মাহফুজ জিমের স্বত্ত্বাধিকার ও উক্ত অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মাহফুজুর রহমান উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।