চট্টগ্রামের মিরসরাইয়ের প্রথম বেসরকারিভাবে পরিচালিত হাসপাতাল মাতৃকা হাসপাতাল। প্রায় ৩ যুগ ধরে মিরসরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত মাতৃকা হাসপাতালের এন্ড ডায়াগনস্টিক সেন্টার৷ সোমবার (১১ মার্চ) দুপুরে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন মাতৃকা হাসপাতালের প্রতিষ্ঠাতা এমডি বর্তমানে নবগঠিত মাতৃকার উপদেষ্টা প্রফেসর ডা. জামশেদ আলম৷ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, মাতৃকা হাসপাতালের এমডি ডা. সালাউদ্দিন খান, ডিএমডি ইয়াছির আরাফাত, ডিএমডি রিয়াজ উদ্দিন রনি, ডা. গিয়াস উদ্দিন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সরোয়ার জামান সিফাত প্রমুখ৷
১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে জরুরী বিভাগ, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, জেনারেল বেড পুরুষ/মহিলা, কেবিন, বিশেষায়িত ডায়াগনস্টিক সুবিধা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
মাতৃকা হাসপাতালে র এমডি ডাঃ সালাউদ্দিন খান বলেন, নব উদ্যোগে চালু হওয়া হাসপাতাল মিরসরাইবাসীর সেবায় নবসূচনা করবে। সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।
মাতৃকা হাসপাতালের উপদেষ্টা ডা. জামশেদ আলম বলেন , দীর্ঘদিন এই জনপদে বিশ্বস্ততার সাথে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছে৷ যুগের চাহিদাকে গুরুত্ব দিয়ে পুরোনোকে রাঙিয়ে নতুনভাবে নতুনদের মাধ্যমে আধুনিক সুযোগসুবিধা যোগ করে এই প্রতিষ্ঠানটি পথচলা শুরু করেছে৷ আমি আশা করছি সাধারণ মানুষের ভালোবাসার জায়গা স্থান করে নিবে মাতৃকা হাসপাতাল।
 
																			 মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
																মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি								 



















