চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আহবায়ক কমিটি গঠিত হয়।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্গাপুর গণ-পাঠাগারে মিরসরাই উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আহবায়ক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় অংশ গ্রহন করেন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সদস্যদের মধ্যে সালা উদ্দিন সোহেল, কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিনসহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ এপ্রিল ২৫ রমজান রোজ শুক্রবার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে গণ ইফতার , খতমে কোরআন, দুস্থদের জন্য ইফতার সামগ্রী বিতরণ ও এলাকার মৃতদের জন্য দোয়া মোনাজাতের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইফতার মাহফিলের জন্য সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠিত হয়।
আহ্বায়ক মাষ্টার মোঃ মোমিনুল হক বিএসসি – ১৯৮২ ব্যাচ
যুগ্ম আহ্বায়কঃ মোঃ আরিফুর রহমান – ২০০৮
যুগ্ম আহ্বায়কঃ মোঃ নুরুল আজিম-২০১৬
সদস্য সচিবঃ মোঃ শাখাওয়াত হোসেন ২০১৪ ব্যাচ
অর্থ সচিবঃ মোঃ কামরুল ইসলাম-২০০০
সমন্বয়ক-১ ডাঃ মোঃ আনোয়ার হোসেন-৮৯
সমন্বয়ক-২ ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন-৯৭
সম্মানিত সদস্যঃ
নিজাম উদ্দিন ভেন্ডার ৮৬, জনাব শাহাব উদ্দীন চৌধুরী-৯০, মোঃ নূর নবী-৯৪, মোঃ সালাহউদ্দিন সোহেল-৯৭, আদর শাহ আরিফ-৯৭, আবুল কালাম আজাদ-৯৮, মোঃ শরীফ উদ্দিন শিবলু-৯৮, মোঃ আরিফ হোসেন-২০০০, মোঃ মেজবাহ উদ্দিন -২০০০, মোঃ এমরান হোসেন সোহেল- ২০০১, রফিকুল আলম -২০০৩
মোঃ মিজানুর রহমান-২০১২, মোঃ রাহাত আলম-২০১৩, মুরাদুন্নবী ২০১৫, চৌধুরী আরাফ মাহমুদ রিকাপ-২০১৭
মোঃ যোবায়ের হোসেন-২০১৭, মোঃজিসান-২০১৭, মোঃ ইয়াছিন-২০১৮, মোঃজাবেদ ইকবাল-২০১৮, মোঃসাজ্জাদ-২০১৯, ইফতার মাহফিল সফলের লক্ষে্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উক্ত আহবায়ক কমিটি।